আসানসোল: বালির লরির চাকায় পিষ্ট হয়ে সোমবার এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকা। মৃতের নাম গোরিবন ধাড়ি(৫৫), বাড়ি স্থানীয় ডামরা ঘুসিক ৩ নম্বর এলাকায়। সোমবার ভোরে সাইকেল নিয়ে ডামরা হাটতলা সংলগ্ন ৭ নম্বর বাইপাস রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি বালির খালি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। পুলিস দ্রুত দেহ তুলে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দিলেও স্থানীয়দের ক্ষোভ চাপা থাকেনি। এলাকাবাসী এরপর একের পর এক বালির গাড়িতে ভাঙচুর করে। অন্তত ৩০টি বালির লরির কাঁচ ভেঙে দেওয়া হয়। লরির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। স্থানীয়রা ডামরার বাইপাস রাস্তা অবরোধ করে পুলিসকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান। স্থানীয়দের অভিযোগ, এলাকাবাসী বার বার এই জনবসতিপূর্ণ এলাকা দিয়ে দ্রুতগতিতে বালির লরি নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছে। স্মারকলিপি দেওয়া হয়েছে। তবু কোন কাজ হয়নি। উল্টে যারা প্রতিবাদ করেছেন তাঁদের বিরুদ্ধে মামলা করার হুশিয়ারি দেওয়া হয়েছে। পুলিস কমিশনার সুধীর কুমার নীলকান্তম বলেন, পুরো ঘটনার খতিয়ে দেখা হবে।