মুম্বই, ১২ নভেম্বর : বলিউডে ফের খুশির খবর। আলিয়া ভাটের পর মা হলেন বিপাশা বসু। আজ শনিবার, মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। বিপাশা ও করণের এটাই প্রথম সন্তান।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে এই তারকা দম্পতি তাঁদের নিজ নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলিতে বিপাশার গর্ভাবস্থার খবর শেয়ার করেন। সেখানে তাঁরা লেখেন, “আমরা এতদিন দুজন ছিলাম, খুব শীঘ্রই তিনজন হয়ে যাব। আমাদের শিশু খুব শীঘ্রই আমাদের সাথে যোগ দেবে।”
উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ এপ্রিল করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৬ বছর। অবশেষে ৪৩ বছর বয়সে মা হলেন বলিউড অভিনেত্রী বিপ্স। যদিও, এই তারকা দম্পতি তাঁদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এখনও সুখবরটি শেয়ার করেননি। কারণ, তাঁদের ঘরে নতুন অতিথির আগমনের আনন্দে বিভোর হয়ে আছেন তাঁরা।