শিখা পাল, দীঘা: উড়িষ্যা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও তার প্রভাব পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় পড়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বহু গ্রাম, বাড়িঘর। দীঘা সমুদ্র উপকূলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও ছোট দোকানপাট। প্রবল ঝড়ের দাপটে উড়ে গিয়েছে টিনের ছাউনি দেওয়া বহু বাড়ির চাল। দীঘা সমুদ্র উপকূলে ছোট ছোট বহু দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ব্যবসায়ীর একমাত্র রুটি-রুজির পথ বন্ধ হয়ে গিয়েছে। দীঘার একটি ফাস্টফুড দোকানের মালিক শক্তিপদ রানা বলেন, আমার দোকানে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকার জিনিসপত্রের ক্ষতি হয়েছে। জীবনে অনেক ঝড় দেখেছি। কিন্তু এরকম ব্যাপক ক্ষতির সম্মুখীন কখনো হয়নি। এই দোকান হল আমার রোজগারের একমাত্র উপায়।
দীঘার আরও একজন ব্যবসায়ী বেনীমাধব রানা বলেন, আমরা ভেবেছিলাম এই ঝড় আগের মতো অন্যান্য ঘূর্ণিঝড়ের সমান হবে। কিন্তু এরকমভাবে সবকিছু ধ্বংস করে দিয়ে যাবে, তা একদম বুঝে উঠতে পারিনি।





