নয়ডায় গাড়ি থেকে ২ কোটি হাওলার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

    179
    0

    নয়ডা: নয়ডায় একটি গাড়ি থেকে দুই কোটি টাকা নগদ টাকা উদ্ধার। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়ডার সেক্টর ৫৮ এলাকা থেকে ওই টাকা ভর্তি ওই গাড়িটি আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শুল্ক দপ্তরের আধিকারিকরা। এই ঘটনায় আট জনকে গ্রেপ্তার করেছে নয়ডা পুলিশ। ধৃত আট জনের মধ্যে একজনের বাড়ি পশ্চিমবঙ্গে। তার নাম অভিজিৎ হাজরা। জানা গিয়েছে, একটি গোপন সূত্রে খবর পেয়ে নয়ডা পুলিশ অভিযান চালায়। টাকাগুলি সেক্টর ৫৬ এলাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, তার আগেই সেক্টর ৫৮ এলাকায় তাদেরকে আটক করে পুলিস। উদ্ধার করা টাকা কথা থেকে এল তা সন্ধানের জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাওলার কারবারের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে নয়ডা পুলিশের প্রাথমিক ধারণা।

    Previous articleতামিলনাড়ুতে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা
    Next articleহাওড়া থেকে চালু হবে দক্ষিণের প্রথম বন্দে ভারত

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here