নতুন দিল্লি, ১১ নভেম্বর: দেশের সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত দক্ষিণে প্রথম ছাড়া হবে হাওড়া স্টেশন থেকে। রেল দপ্তর সূত্রে এমনই জল্পনা। শতাব্দী ট্রেনের রুটেই এই অত্যাধুনিক ট্রেন পরিষেবা চালু হতে পারে। শুক্রবার দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন-এর উদ্বোধন করেন মোদী। বেঙ্গালুরুতে মাইসুরু-চেন্নাই রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, হাওড়া-পুরী ও হাওড়া-রাঁচি রুটে এই ট্রেন চলবে বলে সূত্রের খবর। তবে পূর্ব রেল এই নিয়ে আগাম কোনও খোলসা করেনি।