তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

    202
    0

    চেন্নাই, ১১ নভেম্বর: প্রবল বর্ষণে ভাসছে তামিলনাড়ু ও পুদুচেরী। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে এই বৃষ্টিপাত বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। জলমগ্ন তামিলনাড়ুর একাধিক জেলা। গোটা দেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমী বায়ু। কিন্তু, তামিলনাড়ু ও পুদুচেরীতে অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। লাল সতর্কতা জারি করা হয়েছে দুই রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে। তামিলনাড়ুর তিরুভাল্লুর, কাল্লাকুরিচি, সালেম, ভেলোর, তিরুপাতুর, রানিপেত, থিরুভান্নামালাইতে ব্যাপক বৃষ্টিপাত হবে পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। পুদুচেরী জুড়ে একই সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে এদিনও স্কুল, কলেজ বন্ধ থাকবে তামিলনাড়ুতে। ছুটি ঘোষণা করা হয়েছে পুদুচেরীতেও। উল্লেখ্য, বর্ষার বিদায়ের পর গত বছরেও তামিলনাড়ু জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয়। যার ফলে মৃত্যু হয় বহু মানুষের। ক্ষয়ক্ষতি হয় ঘরবাড়ি, ফসল ও বাগিচার।

    Previous articleরাজীব হত্যা মামলায় মুক্তি পেল নলিনী সহ ছয় সাজাপ্রাপ্ত
    Next articleনয়ডায় গাড়ি থেকে ২ কোটি হাওলার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here