শিলিগুড়ি, ২ নভেম্বর: শিলিগুড়ি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবার অভিযানে নামছে নির্মল সাথী। আগামীকাল থেকেই শিলিগুড়ির পথে নামবেন নির্মল সাথীর সদস্যরা। শিলিগুড়ি শহরকে আবর্জনা মুক্ত করতে ও নির্মল বন্ধুদের সহযোগিতা করতেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ডেপুটি মেয়র। এই অভিযানে সাধারণ মানুষকে আবর্জনা নিয়ে সচেতন করা ও আবর্জনা সঠিক জায়গায় ফেলার আবেদন করা হবে। মূলত শহরের মহিলারাই নির্মল সাথী প্রকল্পের পুরনিগমের জঞ্জাল বিভাগের অধীনে কাজ করবেন। বুধবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে প্রায় ১২৪ জন নির্মল সাথীদের প্রশিক্ষণের পাশাপাশি টুপি ও পোশাক তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ দুলাল দত্ত, শোভা সুব্বা, রাজেশ প্ৰসাদ ও বিভাগের আধিকারিকরা ।