মোগাদিশু, ৩০ অক্টোবর সোমালিয়ায় দুটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে ১০০ জন নিহত। আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন মানুষ। তাদের অবস্থা সংকট জনক। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মৃতেরসংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গি হামলার ফলে এই ভয়ংকর বিস্ফোরণ হয়। শহরের শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে জোড়া গাড়িতে বিস্ফোরণ ঘটায় আল শাবাব নামে জঙ্গি গোষ্ঠী।