কলকাতা ও ঢাকা: সোমবার রাত ন’টা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত হানে সিত্রাং। যদিও আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশ উপকূলে আঘাত হানার কথা ছিল। কিন্তু, আগের দিন এই ঝড় অত্যধিক শক্তিশালী হয়ে নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশের সন্দীপ দ্বীপ সহ একাধিক জায়গায় আঘাত হানে। সন্দীপ ছাড়াও ঝড়ের প্রভাব পড়ে বরিশাল, ভোলা, কক্সবাজার, চট্টগ্রাম সহ একাধিক জেলায়। এইসব এলাকায় তাণ্ডবলীলা শুরু করে সিত্রাং। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। সেদেশের ১৬টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত ৩৫ জনের মধ্যে আট জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। কুমিল্লায় একটি পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। ভোলায় চার জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে একটি পুলিশ ভ্যানে তিন জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজন আসামি ও দুই জন পুলিশ কর্মী।