Home Literature “অভাবে গড়মিল”

“অভাবে গড়মিল”

234
0

অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ


ফুলের কুঞ্জ শুকায় মালির অভাবে,
নামে বদনাম জোটে চলার স্বভাবে,
প্রকৃতির চলাচল খল মনোভাবে,
সৃষ্টির আনন্দ বেশি পতন নীরবে।

প্রেমের ছন্দ পতন হ’লে গড়মিল,
মুখদর্শনে অনীহা দুয়ারে তে খিল,
জোয়ারে নদী ভরাট পূর্ণ খালবিল,
অসময়ে গতি আনে আশঙ্কা বিলীন।

সাগরের ঢেউ তুলে ভয়ঙ্কর ফণা,
তলদেশে পূর্ণ খনি মণি মুক্তা সোনা,
সৃষ্টির রহস্য তত্ত্ব এখনো অজানা,
আকাশে তাকিয়ে শূন্য খোঁজে তালকানা।

পাতালে যায়না দেখা অনুভবে ফল,
আকর রয়েছে জমা তৃষ্ণা মেটা জল।

Previous articleসোনা রূপার বাজার দর
Next articleখাড়গেই হচ্ছেন কংগ্রেসের নতুন সভাপতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here