Home National মোদি পদবি: স্থগিতাদেশ পেলেন না রাহুল

মোদি পদবি: স্থগিতাদেশ পেলেন না রাহুল

53
0

নয়াদিল্লি: রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘মোদি’ পদবি মামলায় গুজরাত সরকারকে জবাবদিহির নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। রাহুলের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলাকারী পূর্ণেশ ঈশ্বরভাই মোদিকেও নোটিস পাঠানো হয়েছে। সাজার উপর অন্তবর্তী কোনও স্থগিতাদেশ এদিন দেয়নি শীর্ষ আদালত। আগামী ৪ আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার বিস্তারিত শুনানি হবে। তার মধ্যেই পূর্ণেশ এবং গুজরাত সরকারকে জবাব দিতে হবে। শুক্রবার এই নির্দেশ দিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। 

আইনজীবীদের মতে, শীর্ষ আদালত যদি সুরাত ম্যাজিস্ট্রেট কোর্টের রায় অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ দেয়, তাহলে সাংসদ পদ ফিরে পেতে পারেন রাহুল। কারণ এখনও কেরলের ওয়েনাড় কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু যদি শুধু দু’বছরের সাজার উপর স্থগিতাদেশ দেয় আদালত, তবে তিনি জেলযাত্রা এড়াতে পারবেন। এদিন মামলার শুনানিতে উল্লেখযোগ্য ঘটনা ঘটে। বিচারপতি গাভাই বলেন, আমার বাবা কংগ্রেস সদস্য না হলেও দলের ঘনিষ্ঠ ছিলেন। ভাই কংগ্রেসের সঙ্গে যুক্ত। যদিও আমি নই। আমার কি এই মামলা শোনা উচিত? আইনজীবীদের কোনও আপত্তি বা বক্তব্য আছে কি? জবাবে রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি এবং পূর্ণেশের কৌঁসুলি মহেশ জেটমালানি জানান, কোনও আপত্তি নেই। 

Previous articleকর্মীদের খাবারের জোগান দিল শিখ লঙ্গরখানা
Next articleজ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here