বাংলার ১১ হাজার কারিগরি পড়ুয়াদের নিয়োগ

    204
    0

    কলকাতা, ১২ সেপ্টেম্বর : শুক্রবার ১১ হাজার বেকার ছেলেমেয়েদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের এই নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল বিজেপির নবান্ন অভিযান। তার আগের দিনেই মমতার এই উদ্যোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এভাবে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দলের আন্দোলনকে ভোঁতা করে দিতেই এই উদ্যোগ বলে অনেকের ধারণা।
    উল্লেখ্য, উৎকর্ষ বাংলা প্রকল্পে ধাপে ধাপে রাজ্যের মোট ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরি দেওয়া হবে। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, কলকাতা, হুগলি পলিটেকনিক সহ ছয়টি জেলার বেকারদের এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর আরও ৭ হাজার ছেলেমেয়েকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে। এভাবে অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০ হাজার নিয়োগপত্র দেওয়া হবে।

    Previous articleবিজেপি কর্মীদের পঞ্চায়েত ভোটে লঙ্কাগুঁড়ো রাখার দাওয়াই দিলেন কবিগানের বিখ্যাত শিল্পী
    Next articleনবান্ন অভিযানে উত্তাল শহর, পুলিশের গাড়িতে আগুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here