Home Literature ভালো লেগেছে

ভালো লেগেছে

188
0
       দীননাথ চক্রবর্তী 

বুঝতে তোমায় পারিনি বটে
তবুতো ভালো লেগেছে ,
রূপে রূপে সুরে সুরে
গন্ধে গন্ধে স্বরে স্বরে
হৃদয় মন ভরেছে
তবুতো ভালো লেগেছে।

কেন যে ভালো লেগেছে জানিনা
জানি তবু ভালো লাগেছে ,
প্রজাপতির রঙিন ডানা
কেনোযে সে তা অজানা
সত্য মন মজেছে
তবুতো ভালো লেগেছে ।

কাজল কালো নয়ন আলোয়
সকল আঁধার ভরেছে ,
আঁধার কালোয় ভাঙে ঘুম
বীজের বিধান অজানা চুম
সেই সত্যে জেগেছে
তবুতো ভালো লেগেছে।

Previous articleআরও বিপাকে সুকন্যা ও অনুব্রত
Next articleপ্রবন্ধ: তথ্যে শিক্ষক দিবস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here