বাঁকুড়া, ৩ ডিসেম্বর: বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হিজলাদিহা এলাকায় ঝোঁপের মধ্য থেকে এক সদ্যোজাত শিশু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় কাশিচটা গ্রামের এক বাসিন্দা জঙ্গলের মধ্যে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনিই ঐ শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই খবর মুহূর্তের মধ্যে ঐ এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গ্রামে গিয়ে ঐ শিশুটিকে উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করে।