Home State জল্পেশে নিহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

জল্পেশে নিহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

228
0

নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: জল্পেশে নিহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে এই ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, জল্পেশের মন্দিরে যাওয়ার পথে পিক আপ ভ্যানে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হয় ১০ জন শিব ভক্তের। রবিবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে চ্যংড়াবান্ধার ধরলা সেতু পার হওয়ার সময়। জানা গিয়েছে, কোচবিহারের শীতলকুচি থেকে ১৫-২০ জন শিবভক্ত পিক আপ ভ্যানে জল্পেশে যাচ্ছিলেন। সেসময় ভ্যানে বাজছিল ডি জে। পথে ধরলা সেতু পার হওয়ার সময় ভ্যানের জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে যায়। এই ঘটনায় গাড়ির যাত্রীরা চিৎকার করতে শুরু করেন। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গাড়ির চালক ওই শিবভক্তদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আহতদের ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকি ১৬ জনের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

Previous articleঅন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার
Next articleমেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here