করণকে সমন রীতেশের! দ্বন্দ্ব প্রকাশ্যে?

    200
    0

    নিজেস্ব সংবাদদাতা, কলকাতা: গোপন তথ্য আর গোপন থাকছে না বলিপাড়ার। নিজের শো কফি উইথ করণ-এ হাসিমুখে বলি তারকাদের সিক্রেট ফাঁস করছেন। আর এই কাণ্ডকারখানা দেখে রেগে কাঁই রীতেশ দেশমুখ। তিনি সঞ্চালক-পরিচালক-প্রযোজককে সমন পাঠিয়ে বসেছেন। তাহলে কি প্রকাশ্যে করণ-রীতেশের দ্বন্দ্ব? না না তেমন কোনও বিষয় নেই। আসলে সক্কাল সক্কাল নেটমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন করণ জোহর। সেখানে দেখা গিয়েছে, করণের কাছ সমন গিয়েছে। কিন্তু তা খানিকটাই অন্য ধরনের। গোপন তথ্য ফাঁসের অভিযোগে সমন জারি? যদিও বাস্তবে এমন কিছু ঘটাননি রীতেশ। অভিনেতার নতুন অ্যামাজন মিনিটিভি কমেডি শো কেস তো বনতা হ্যায়। সেখানে উকিলের বেশে ধরা দেন রীতেশ। শো-এর মধ্যে চলে কোর্ট রুম ড্রামা। তাতেই অতিথি হিসেবে আমন্ত্রিত করণ জোহর। সেই শো-এর ঝলক শনিবার সকালে নেটমাধ্যমের পাতায় শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন করণ। এই পর্ব যে বেশ জমজমাট হবে তা প্রচার ঝলকেই আভাস মিলেছে।

    Previous articleবক্রেশ্বরে প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা
    Next articleএসএসসি দুর্নীতি: বিতর্কে পরিচালক অনীক দত্ত

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here