কলকাতা: অফিসের ডিরেক্টরের পরিচয় দিয়ে কর্মচারীকে মেসেজ। সঙ্গে হোয়াটসঅ্যাপে ডিসপ্লে পিকচারে অফিসেরই লোগো। এমন ভুয়ো পরিচয় দিয়ে এক অফিস কর্মচারীর থেকে ১০ লক্ষ টাকা সাইবার প্রতারণার অভিযোগ উঠল। এনিয়ে এক স্টিল উৎপাদক সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে অসম থেকে তিনজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিসের সাইবার ক্রাইম শাখা। ধৃতদের নাম ইনজামামুল হক (২৪), মইনুল হক (২৩), রাজিবুল মল্লিক (২৬)।





