লক্ষ্য মোদির দাক্ষিণাত্য জয়, রাজ্য সভায় পিটি উষা সহ ৪ দক্ষিণ ভারতীয়

    225
    0

    নতুন দিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে পূর্ব ভারতীয় আদিবাসী কন্যা দ্রৌপদী মূর্মুকে দিয়ে শুরু। এবার নজর দক্ষিণ ভারতে। রাজ্যসভায় মনোনীত হলেন বিশিষ্ট অ্যাথলিট পিটি উষা। তিনি আদতে কেরালার বাসিন্দা। সেই সঙ্গে তামিলনাড়ুর সংগীত পরিচালক ইলাইয়া রাজা, কর্ণাটকের বীরেন্দ্র হেগড়ে ও অন্ধ্রপ্রদেশের কেভি বিজয়েন্দ্র প্রসাদকে মনোনীত করা হয়েছে। সমাজ ও দেশে অসামান্য কৃতিত্বের জন্য তাঁদেরকে মনোনীত করল কেন্দ্রের মোদী সরকার।
    উল্লেখ্য, ২০২৪ এ লোকসভা ভোট। ২০২৩ সালে কর্ণাটক ও তেলেঙ্গানায় বিধানসভা ভোট। এই ভোটের বিষয়টি মাথায় রেখেই বিজেপি এই মনোনয়ন দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
    বুধবার টুইটারে মোদী লেখেন, ‘প্রত্যেক ভারতীয়ের কাছে অসামান্য পিটি উষাজি। তিনি অনুপ্রেরণার মানুষ। খেলাধুলোয় তাঁর কৃতিত্ব সকলেই জানেন। সেইসঙ্গে উনি গত কয়েক বছর ধরে যেভাবে ভবিষ্যতের অ্যাথলিটদের তৈরি করছেন, তা খুবই প্রশংসনীয়। তাঁকে অভিনন্দন রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য।’
    পাশাপাশি ইলিয়ারাজারও ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘সৃজনশীল প্রতিভাধর মানুষ ইলিয়ারাজা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে মুগ্ধ করেছেন। তাঁর কাজের মাধ্যমে অসংখ্য অনুভূতি ফুটে উঠেছে। সেই সঙ্গে অত্যন্ত অনুপ্রেরণামূলক তাঁর জীবনের কাহিনীও। জীবনে তিনি প্রচুর সাফল্য অর্জন করেছেন। তিনি রাজ্য়সভায় মনোনীত হওয়ার জন্য অত্যন্ত খুশি হয়েছি।’

    Previous articleমোদির দাক্ষিণাত্য জয়, রাজ্য সভায় পিটি উষা সহ ৪ দক্ষিণ ভারতীয়
    Next articleমমতার বিরুদ্ধে দিলীপের কুকথা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here