নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে ফের আরও একদফা বাড়ল লকডাউন-এর সময়সীমা। বাড়ল ৩০ শে মে থেকে আগামী ১৫ই জুন পর্যন্ত। এখনকার মতোই আগামী মাসেও রাজ্য জুড়ে একই নিয়ম প্রযোজ্য থাকবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশিকা ঘোষণা করেন। যথারীতি রাত ন’টা থেকে ভোর ৫টা পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে। সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে বাজার। মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। জুয়েলারি ও কাপড়ের দোকান খোলা থাকবে দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত। তবে চটকলে শ্রমিকের সংখ্যা দশ শতাংশ বাড়ানো হয়েছে। আগে প্রতিদিন ৩০% কর্মীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন ৪০% কর্মী কাজে যোগ দিতে পারবেন। কনস্ট্রাকশনের কাজে যারা যুক্ত, তাঁদের টিকাকরণ যদি সম্পূর্ণ হয়ে থাকে তবেই কাজ করতে পারবেন। যদিও তাঁদেরকে কোভিড বিধি মেনে, মাক্স পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। তবে এই কোভিড বিধিকে লকডাউন বলে আখ্যায়িত করতে রাজি নন মুখ্যমন্ত্রী।