আর্থিকভাবে অস্বচ্ছল, শিলচরে এসেও মামলা না করেই ফিরে গেলেন প্রেমে প্রতারিত হয়ে আত্মঘাতী জয়দীপের মা ও দাদা

    146
    0

    শিলচর: আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় মামলার পথে যেতে পারল না জয়দীপ রায়ের পরিবার। আজ শিলচর ন্যাশনাল আউটপোস্টে মামলা দায়ের করতে এসেও মামলার পথে হাঁটলেন না জয়দীপের মা জনি রায় ও বড় ভাই রূপম রায়। জয়দীপের মা ও ভাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কালাইন থেকে শিলচরে এসে মামলা লড়ার সামর্থ্য নেই তাঁদের। তাই তাঁরা মামলার পথে হাঁটছেন না। মেয়ের প্রতি তাঁদের পরামর্শ— এভাবে যেন প্রেম করে কাউকে তিনি আর প্রতারিত না করেন। মেয়ের বাবাকে উদ্দেশ্য করে রূপম ও তাঁর মা বলেছেন— এভাবে যেন তাঁরা আর কোনও মায়ের বুক উজাড় না করেন।

    এখানে উল্লেখ করা যেতে পারে, ভালবাসার পাত্রীকে না পেয়ে ফেসবুক লাইভের পর আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন কালাইন ব্রাহ্মণ গ্রামের বছর সাতাশের যুবক জয়দীপ রায়। গত সোমবার শিলচরে ভাড়া বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটেটিভ জয়দীপ। আর তাঁর মৃত্যুর জন্য কালাইনের এক বিজেপি কর্মীর দিকে আঙুল তুলেছিলেন। বুধবার জয়দীপের পরিবার ঘটনার পরিপ্রেক্ষিতে কালাইন থানায় মামলা করতে চাইলে মামলা গ্রহণ করেনি কালাইন পুলিশ। যেহেতু ঘটনা শিলচরে ঘটেছে। তাই মামলা শিলচরে করার পরামর্শ দেন তাঁরা। শুক্রবার মামলার উদ্দেশ্যে শিলচর ন্যাশনাল আউটপোস্টেও আসেন জয়দীপের মা ও ভাই। তারপরই আর্থিক অস্বচ্ছলতার জন্য মামলা করা থেকে পিছিয়ে আসেন তাঁরা।

    Previous article১৪ বছর পর ঘরে ফিরছেন জলপাইগুড়ির এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি
    Next articleবিশ্ব ইতিহাসে ১ জানুয়ারী

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here