নদিয়া: ভারত তো ভাঙ্গেনি তো জোড়ার কি আছে? কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মুসৌরি পাতিল। শনিবার সকালে নদীয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে গঙ্গা দর্শনে এসে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে এভাবেই কটাক্ষ করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। ভারত জোড়ো যাত্রার পরিবর্তে কংগ্রেসের কংগ্রেস জোড়ো যাত্রা করা উচিত বলেই মন্তব্য করলেন তিনি। একই সাথে আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল মৌুসরী পাতিল।