নতুন দিল্লি: আগামী ২৪ জুলাই মেয়াদ শেষ হতে চলেছে দেশের বর্তমান রাষ্ট্রপতির। সেজন্য ১৮ জুলাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন। ২১ জুলাই এই নির্বাচনের ফল ঘোষণা। জয়ের ব্যাপারে অনেকবেশি আত্মবিশ্বাসী শাসক শিবির। তবে আশা ছাড়েনি বিরোধী শিবির তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল। সোমবার সংসদে মনোনয়ন পেশ করলেন বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহা। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি, সৌগত রায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, এনসি প্রধান ফারুক আবদুল্লা সহ অন্যান্য বিরোধী নেতৃত্ব। এদিকে টিআরএস যশোবন্ত সিনহাকে সমর্থনের কথা জানিয়েছে। ফলে অনেকটাই আশ্বস্ত বিরোধী শিবির।