Home Movies & Entertainment ছবি মুক্তির আগে ধর্মীয় বিতর্কে আর মাধবন

ছবি মুক্তির আগে ধর্মীয় বিতর্কে আর মাধবন

258
0
ধর্মীয় বিতর্কে আর মাধবন

বিশেষ সংবাদদাতা : ধর্মীয় বিতর্কে জড়ালেন পরিচালক আর মাধবন। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর পরিচালিত ছবি ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’। ইসরোর বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ১ জুলাই তামিল, তেলগু, মালায়ালম, কন্নড়, ইংরাজি ভাষায় বড় পর্দায় আসতে চলেছে। মাধবন নিজেই এই ছবিতে নাম্বি নারায়ণের ভূমিকায় অভিনয় করেছেন । কিন্তু মুক্তির আগেই সাংবাদিকদের সামনে পরিচালকের একটি মন্তব্যে নেটিজেনদের মধ্যে ধর্মীয় বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, তার ছবি ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’ এর মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘হিন্দু ক্যালেন্ডার পঞ্চাং-এর সাহায্যেই মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠিয়েছিল ইসরো।’ তার এই মন্তব্যে শোরগোল পড়ে যায়। নেট দুনিয়ায় রীতিমত ট্রোলিং শুরু হয়ে যায় তাঁকে নিয়ে। কেউ কেউ লিখেছেন, ‘মাধবনকে ততক্ষণই ভালো লাগে, যতক্ষণ উনি মুখ না খোলেন।’ একজন লিখেছেন, ‘ইসরোর মঙ্গল অভিজান নিয়ে কয়েক মিনিট ধরে মাধবন যা বলে গেলেন, তা বোকামি বললেও ভুল হবে। বিজ্ঞানীদের নিয়ে ফালতু কথা না বলাই ভালো।’ অন্য আর একজন লেখেন, ‘বিজ্ঞান নিয়ে কথা বলা অত সহজ নয়। আপনি না জানতেই পারেন, তবে যেটা জানেন না, তা নিয়ে কথা না বলাই ভালো।’

Previous articleরাষ্ট্রপতি পদে আদিবাসী কন্যা দ্রৌপদী মুর্মু
Next articleরাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করলেন বিরোধী প্রার্থী যশোবন্ত সিনহা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here