এবি ছিদ্দিক
ভাদ্রেই প্রথম বসন্ত ফুল ফুটলো…
মধ্যবিত্তের সীমানা স্পর্শ করলো গোলাপগন্ধী চিরকুট!
অতঃপর সেতুবন্ধনের আনাড়ি মহড়া!
দিনে দিনে আবির রঙা হতে থাকে চলন্ত সময়!
প্রারম্ভিক বডি ল্যাঙ্গুয়েজ সিঁথিতে এঁকে দেয় গোল বদন!
ভেজা আব্রু শুকানোর জায়গাও রদ-বদল হয়!
ঝড়ে পড়া গাছটা দেয় দু’মুখী সুখ —
দোলনা ও ভাবনা!
কেউ বুঝলো না
কেউ জানলো না
এখন কালের ফেরৎ বাঁশি আটকোরা সময়ের সেবা দাসি!
বাস্তবতা যেমনই হোক…
কেউ চায় না জীবন নামের তরী ঘাটে বা আঘাটে ডুবে যাক পক্ষাঘাতগ্রস্ত যৌবনে জয়টীকা পরাতে!