লক্ষ্মৌ: পর পর কয়েকদিন বিজেপির একাধিক নেতা ও মন্ত্রী ইস্তফা দিয়ে অখিলেশের দলে যোগ দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল দেশের রাজনৈতিক মহল। চারিদিকে রব উঠেছিল, এবার বুঝি বিজেপি দলটা গেল। বিরোধী দলের নেতারাও গেল গেল আওয়াজ তুলেছিল। কিন্তু, বুধবার তার মোক্ষম জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ভাঙন ধরালেন স্বয়ং মুলায়মের পরিবারেই।
বুধবার মুলায়মের ছোট ছেলে প্রতীকের স্ত্রী অপর্ণা যাদব যোগ দিলেন বিজেপিতে। এদিন তিনি দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে এই যোগদান পর্ব সেরে নিয়েছেন। তাঁর এই হাইভোল্টেজ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য ও দলের রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। এব্যাপারে তিনি আগেই অমিত শাহ সহ অন্যান্য হেভিওয়েট নেতাদের সামনে কথা বলেছেন অপর্ণা যাদব। রাজনৈতিক মহলের ধারণা, এরফলে সমাজবাদী পার্টী ব্যাপকভাবে ধাক্কা খাবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে।