Home National সাড়ে ৫ হাজার গণতন্ত্রকামীকে মুক্তি দিচ্ছে মায়ানমার সরকার

সাড়ে ৫ হাজার গণতন্ত্রকামীকে মুক্তি দিচ্ছে মায়ানমার সরকার

243
0
Myanmar's Chief Senior General Min Aung Hlaing, commander-in-chief of the Myanmar armed forces, arrives to pay his respects to Myanmar independence hero General Aung San and eight others assassinated in 1947, during a ceremony to mark the 71th anniversary of Martyrs' Day in Yangon on July 19, 2018. Myanmar observes the 71th anniversary of Martyrs' Day, marking the assassination of independence heroes including Aung San Suu Kyi's father, who helped end British colonial rule. / AFP PHOTO / YE AUNG THU

নিজস্ব সংবাদদাতা: চাপ বাড়ছে মায়ানমার সরকারের উপর। দেশটিতে গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করছে, এমন টালমাটাল পরিস্থিতিতে জান্তাবিরোধী বিক্ষোভের কারণে আটক ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দিচ্ছে মায়ানমারের সামরিক জান্তা। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। বলা হয়েছে, আটক হওয়া এসব বন্দিদের মানবিক কারণে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, এ মাসের শেষ দিকে মুক্তি দেওয়া হবে তাদের।‘থাডিঙইয়ুত উৎসব’ উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তবে মুক্তি পেতে চলা বন্দিদের তালিকায় কাদের নাম রয়েছে এবং কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আচমকা নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মায়ানমারের শাসনভার নিজের হাতে তুলে নেয় সেনাবাহিনী। রাজনৈতিক নেত্রী অং সান সু চি-সহ তার সরকারের অন্য প্রতিনিধিদের গ্রেফতার করা হয়। 

Previous articleআজ উত্তর দিনাজপুরে আট ঘন্টার বনধ ডাকল বিজেপি
Next articleকিশোরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জেলা শাসক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here