Home Literature মূক

মূক

435
2

সঞ্জয় মুখোপাধ্যায়

এত শব, এত আগুন, এত চামড়ার পোড়া গন্ধ!
তবুও মেটে না খিদে! আরো লাশ চায় এই ভোট তন্ত্র।
আজকেও যারা ভোট দিতে লাইনে দাঁড়াবে
কাকে বেছে নিলে তারা মৃত্যুটা শান্তিতে পাবে !!

শ্বাস নেই! আটকে গেছে মনুষ্যত্ব গলার চারপাশে
আমাকে বাঁচতে দাও, মা, আমার বাবা, বোন, ভাই
সবাই আসছে একে একে এই একই লাইনে
হাসপাতালে টানানো বোর্ড: অক্সিজেন নেই!

তুমি তো ভোটটা নিয়েছ তোমার নেতার নাম করে
আমাকে এখন দাও হসপিটালের বেড
চাকরি না হয় দিতে পারো না, প্লাজমা তো দিতে পারো !
একটু শ্বাসও যদি দিতে না পারো, ঝান্ডাটা ছুঁড়ে ফেলো!

Previous articleরবীন্দ্রনাথ
Next articleখড়্গ্রামে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে সম্রাট চক্রবর্তী

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here