নিজস্ব সংবাদ দাতা, বহরমপুর : মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভায় আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে গেলেন শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। ভোট-পরবর্তী সন্ত্রাসে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই মুর্শিদাবাদকেও প্রভাবিত করেছে। বাদ পড়েনি খড়গ্রাম বিধানসভা। ভোটের ফল প্রকাশের পরই দুষ্কৃতীরা সেখানে তাণ্ডব চালিয়েছে।
বিভিন্ন কর্মীদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বহু কর্মী আক্রান্ত।
এই সমস্ত মানুষের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে পৌঁছান বিজেপির রাজ্য কমিটির শ্রমিক নেতা সম্রাট চক্রবর্তী। তিনি একটি প্রতিনিধি দল নিয়ে এলাকায় বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন।
কর্মীদের পাশে যাওয়াতে স্বাভাবিকভাবেই তারা কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন।