Home National ভারতে একদিনে করোনা রোগী বাড়ল প্রায় ১ লক্ষ ৩৪ হাজার

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল প্রায় ১ লক্ষ ৩৪ হাজার

222
0
3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

২৬ এপ্রিল, কলকাতা: অতীতের সব রেকর্ড ভেঙে প্রতিদিন দেশে দৈনিক করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জন রোগীর। কিন্তু হতাশার বিষয় হল, সেই তুলনায় দৈনিক সুস্থতার হার অনেকটাই কম। এর ফলে হাসপাতালে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ২৭২ জন। অতএব গত একদিনে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার। এর ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮ লক্ষ ১৩ হাজার ৬৫৮ জন করোনা রোগী। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৩ লক্ষ ১৩ হাজার ১৬৩ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮২ জন।

এদিকে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা প্রায় দুই লক্ষের কাছাকাছি। এ পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ১২৩ জন। তবে আশার আলো জোগাচ্ছে দেশে দ্রুত করোনার টিকাকরণ। আজ পর্যন্ত দেশে মোট ১৪ কোটি ১৯ লক্ষ ১১ হাজার ২২৩ জন মানুষের করোনার টিকাকরণ হয়েছে।

Previous articleরাজ্যে অক্সিজেনের অভাবের জন্য দায়ী মমতা
Next articleদফা কমলে বাড়তো কোভিড সমস্যা ও বুথ দখল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here