কলকাতা, ৪ নভেম্বর: আজ, শুক্রবার, হাওড়া ডিভিশনে মেরামতির কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। আপ ও ডাউনে বাতিল হওয়া এই ট্রেনগুলি হল ৩৬৮১২, ৩৬৮১১। এই জোড়া লোকাল যথাক্রমে বর্ধমান ও হাওড়া থেকে বাতিল থাকবে। এছাড়া হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন ৩৬৮১৩-এর যাত্রাপথ ১৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে, ভোপাল ও জব্বলপুর ডিভিশনে ডবল লাইনের কাজ চলছে। সেজন্য আগামী ১০ থেকে ১৯ নভেম্বরের মধ্যে একাধিক দুরপাল্লার ট্রেন বাতিল থাকবে। বাতিল ট্রেনগুলির যাত্রার দিনক্ষণ হল – ১০, ১২, ১৭ ও ১৯ নভেম্বর ভাগলপুর-আজমের এক্সপ্রেস। ৭, ১০, ১৪ ও ১৭ নভেম্বর মাদার জংশন-কলকাতা এক্সপ্রেস। ১৬ ও ১৯ নভেম্বর আমেদাবাদ-কলকাতা এক্সপ্রেস।