আমিও যাব
মৃন্ময় ভট্টাচার্য
কবি
আমিও যাব,
কি ভাবে, কোন পথে,
নেই জানা।
কল্পনাও করেনি চাওলা,
প্রত্যাবর্তনের পথে মহাকাশে
নিশ্চিহ্ন হবে অবয়ব!
হয়তো বেওয়ারিশ হয়ে
জড়িয়ে অচেনা সঙ্গে,
অথবা ধাপার মাঠে
কোভিডের ভালবাসায়,
কিংবা যুদ্ধের গ্রাসে,
আনবিক বিকিরণে,
ছন্দা গায়েনের মতো
একাকী পাহাড়ের খাঁজে!
জানিনা আমি,
শুধু জানি যাব,
পৃথিবীকে পেরিয়ে
অন্য অজানা দেশে।