Home State দিলীপ ঘোষ মমতাকে কেন বারমুডা পরতে বললেন?

দিলীপ ঘোষ মমতাকে কেন বারমুডা পরতে বললেন?

234
0

২৫ মার্চ, কলকাতা: বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পরতে বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় তীব্র বিতর্ক। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় সমলোচনার ঝড়। প্রশ্ন ওঠে, তিনি একজন মহিলাকে কেন এই ভাষায় কথা বলবেন? এর জবাবে আজ বৃহস্পতিবার মুখ খুললেন দিলীপ ঘোষ। জবাবে বলেন, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা আশা করি যে, তিনি বাংলার সংস্কৃতি মেনে চলবেন। একজন মহিলার শাড়ি সরিয়ে পা দেখানো অশোভনীয়। এতে মানুষ আপত্তি করছে। আমার কাছে এটা আপত্তিজনক মনে হয়েছে, তাই বলেছি, ‘যদি আহত পা দেখাতেই হয়, তাহলে বারমুডা পরে দেখনো উচিত।’

Previous articleগল্পঃ ঘ্রাণ
Next articleদিদি না গেলে আপনি ম্যালেরিয়া থেকে মুক্ত হবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here