হাওড়া : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল উলুবেড়িয়া লাইব্রেরি সহ ৪০টি দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হাওড়া উলুবেড়িয়ার লকগেট বাজার এলাকায় আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। তড়িঘড়ি দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন লাইব্রেরি এবং ওই এলাকার ৪০টি দোকান।