অলআউট খেলব: মমতা

    48
    0

    কলকাতা: আঞ্চলিক দলগুলির ‘এক জোট’ হওয়ার কথা ফের উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে ‘অলআউট’ খেলায় নামার ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পর্বে তৃণমূল সুপ্রিমোর প্রত্যয়ী আপ্তবাক্য—অলআউট খেলব, অলআউট জিতব!  এই ঘোষণার আগে মমতার ধর্না মঞ্চে হাজির হলেন সামাজিক আন্দোলনের পরিচিত মুখ যোগেন্দ্র যাদব। রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রায়’ অংশগ্রহণ করেছিলেন তিনি। সবার কাছে যোগেন্দ্রর আর্জি—ছোটোখাটো সমস্যাগুলিকে ভুলে গিয়ে বড় মন নিয়ে বড় লড়াইয়ের জন্য জোটবদ্ধ হতে হবে, আর তাতেই ভারত জিতবে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ইস্যুতে যে ধর্না মমতা শুক্রবার থেকে শুরু করেছেন, শনিবার তা দ্বিতীয় দিনে পা রাখল। এই ধর্না মঞ্চেই মমতা বলেন, বিজেপির বিরুদ্ধে অলআউট খেলা হবে, জিততে হবে এবং আমরা জিতব। সব রাজ্য, সব আঞ্চলিক দল, সব জাতীয় দল, সব শাখা সংগঠন এগিয়ে আসলে, বিজেপি আর ক্ষমতায় থাকবে না। 

    Previous articleআদবানিকে ভারতরত্ন
    Next articleফের ৭ বছরের জেল ইমরান ও বুশরার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here