বর্ধমান  মেইন শাখায় ১০ লোকাল বাতিল

    58
    0

    বর্ধমান: শুক্রবার থেকে টানা ১৫ দিন বর্ধমান মেন শাখায় ১০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। রেল ট্র্যাকের প্রয়োজনীয় সংস্কারের জন্য ওই শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। যার জেরে ১৬ থেকে ৩০ জুন বর্ধমান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে।
    উল্লেখ্য, গত ২ জুন বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পর থেকে রেল ট্র্যাকে নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। সেই সূত্রেই শুক্রবার থেকে গুরুত্বপূর্ণ বর্ধমান মেন শাখায় সংস্কার কাজ শুরু হচ্ছে। 
    বাতিল ট্রেনগুলির নম্বর হল, হাওড়া থেকে–৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৭০১১, ৩৬৮২৫। বর্ধমান থেকে–৩৭৮৩৪, ৩৭৮৪০। পাণ্ডুয়া থেকে–৩৭৬১৪। তারকেশ্বর থেকে–৩৭৩৫৪।  শ্রীরামপুর থেকে–৩৭০১২।

    Previous articleফের সংঘর্ষ মণিপুরে, জ্বালিয়ে দেওয়া হল কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর বাড়ি
    Next articleআজ সোনা রূপার বাজার দর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here