তিন কিমি দৌঁড়ে রোগীর অপারেশন করলেন বেঙ্গালুরুর এক কর্তব্যপরায়ণ চিকিৎসক

    206
    0

    এক চিকিৎসকের কর্তব্যপরায়ণতা দেখল বেঙ্গালুরু। দেখল গোটা দেশ। রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল গাড়ি। ওদিকে হাসপাতালে অপেরেশনের জন্য অপেক্ষা করছে রোগী। সময়ে অপারেশন না হলে রোগী খেতে পারবেন না। বুঝতে পেরেছিলেন গাড়িতে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই গাড়ি থেকে নেমে হাসপাতালের উদ্দেশ্যে ছুটতে শুরু করেন ডাঃ গোবিন্দ নন্দকুমার। জ্যাম রাস্তা আর জমা জল ঠেলে তিন কিমি ছোটেন ওই চিকিৎসক। অবশেষে হাসপাতালে পৌঁছে গলব্লাডারের ওই রোগীর সফল অপারেশন করেন নন্দকুমার।

    Previous articleপ্রয়াত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা উপ্পলাপতি কৃষ্ণম রাজু
    Next articleনবান্ন অভিযানে অনুমতি দিল না হাওড়া পুলিশ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here