গাজোল: ২০২২-২০২৩ আর্থিক বর্ষে মালদহ জেলায় ৩৬৫ কোটি টাকার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা মদ বিক্রি হয়েছে। শুধু তাই নয়, চলতি আর্থিক বর্ষের গত এপ্রিল মাস পর্যন্ত জেলায় এই মদ বিক্রি হয়েছে সাড়ে ৩৪ কোটি টাকার। এতে রাজ্যের কোষাগারে রাজস্ব হিসেবে বিপুল পরিমাণ টাকা ঢুকছে। জেলা আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত আর্থিক বর্ষে জেলার ১৫টি ব্লক এবং দু’টি শহর মিলিয়ে ৯০ লক্ষ ৬৩ হাজার ১২১ লিটার দেশি মদ বিক্রি করে এই টাকা আয় হয়েছে। অন্যদিকে চলতি আর্থিক বর্ষের এপ্রিল পর্যন্ত ৬ লক্ষ ৪৯ হাজার ৫৮৪ লিটার মদ বিক্রি হয়েছে।





