রামপুরহাট: পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বচসার জেরে গুলি চলল নলহাটিতে। কাকার ছোড়া গুলিতে জখম হয়েছেন ভাইপো। তাঁর বাঁ হাতে গুলি লাগে। স্থানীয় বাসিন্দারা তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই ফেরার কাকা। পুলিস জানিয়েছে, অভিযুক্তর খোঁজ চলছে। রবিবার রাতে নলহাটি থানার পাখা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র বলেন, পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে লক্ষ্য করে গুলি চালিয়েছে কাকা। অভিযুক্ত কাকার খোঁজে তল্লাশি চলছে।