বেঙ্গালুরু: ভোটের দামামা বেজে গেল কর্ণাটকে। আগামী মে মাসে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জোর প্রস্তুতিতে নেমে পড়ল কংগ্রেস। শনিবার প্রকাশিত হল দলের প্রথম দফায় প্রার্থী তালিকা। তালিকায় ১২৪ জনের নাম রাখা হয়েছে।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। তিনি লড়বেন কণকপুরা কেন্দ্র থেকে। রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও। তিনি ছেলের কেন্দ্র বরুণা থেকে ভোটে লড়বেন।