Home National বিহার থেকে শিলিগুড়িতে এনে সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, ধৃত ৪

বিহার থেকে শিলিগুড়িতে এনে সদ্যোজাতকে বিক্রির চেষ্টা, ধৃত ৪

132
0

শিলিগুড়ি: বিহার থেকে সদ্যোজাত শিশু নিয়ে এসে  বিক্রি করার অভিযোগ উঠল শিলিগুড়িতে। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। শনিবার সকালে বিশেষ সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং মাটিগাড়া থানার পুলিস যৌথ অভিযান চালায়। তারপরই সাতদিনের এক শিশুকন্যাকে উদ্ধার কারর সঙ্গে হাতেনাতে চারজনকে পাকড়াও করে। ওই ঘটনায় শিলিগুড়ি শহরে চাঞ্চল্য শুরু হয়েছে।  
পুলিস সূত্রে জানা গিয়েছে,  বিহারের পাটনা থেকে সাত দিনের  সদ্যোজাত ওই শিশুকন্যাকে শিলিগুড়িতে নিয়ে আসে ধৃতরা। শিলিগুড়িরই এক দম্পতির ওই শিশুকন্যা কেনার কথা ছিল। সেইমতো শুক্রবার রাতে বাসে করে পাটনা থেকে এক মহিলা ওই শিশুকন্যাকে নিয়ে এদিন শিলিগুড়িতে আসে।  বাগডোগরার বাসিন্দা এক মহিলা ওই যোগাযোগের মাধ্যম ছিল।  তার কথামতো এদিন শিবমন্দির এলাকায় ওই দম্পতি শিশু কেনার জন্য উপস্থিত হয়েছিল।  ঘটনাস্থলে বাগডোগরার ওই মহিলাও ছিল।  বিশেষ সূত্রে আগাম খবরের ভিত্তিতে এসওজি এবং মাটিগাড়া থানার পুলিস গত কয়েকদিন ধরে এই বিষয়টিতে নজরদারি রেখেছিল। পাটনা থেকে আসা ওই মহিলা শিশু সহ  শিবমন্দির এলাকায় পৌঁছতেই পুলিস হাতেনাতে চারজনকে ধরে ফেলে।

Previous articleমোদির সুরক্ষা বলয় ভেঙে আটক যুবক
Next articleকর্ণাটক ভোটে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here