মুম্বই: মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) ফাইনালে রবিবার মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এই লড়াই নিয়ে উত্তেজনা বাড়ছে। দুই দলের মধ্যে খুব বেশি তফাত নেই। গ্রুপ পর্যায়ের দু’টি ম্যাচে দুই দলই একে অন্যকে হারিয়েছে। প্রথম সাক্ষাতে মুম্বই জিতেছিল ৯ উইকেটে। ফিরতি ম্যাচে একই ব্যবধানে জয় পায় দিল্লি। দুই দলই লিগ পর্ব শেষ করেছে ১২ পয়েন্টে। তবে নেট রান-রেট বেশি থাকায় সরাসরি ফাইনালে পৌঁছয় দিল্লি। আর শুক্রবার এলিমিনেটর ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে হারিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট পেয়েছে মুম্বই।