Home International তুরস্কে ১০ দিন পর ধ্বংস্তূপ থেকে উদ্ধার এক জীবন্ত কিশোরী

তুরস্কে ১০ দিন পর ধ্বংস্তূপ থেকে উদ্ধার এক জীবন্ত কিশোরী

128
0

কাহরামানমারাস: ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পরেও ধ্বংসাবশেষ থেকে উদ্ধার এক কিশোরী। ভূমিকম্পের উত্সস্থলের কাছে হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তুরস্কের কাহরামানমারাস। সেই শহরেই উদ্ধার করা হল ১৭ বছর বয়সি ওই কিশোরীকে। জানা গিয়েছে, তার নাম, আলেনা ওলমেজ। এই ঘটনা উদ্ধারকারীদের উত্সাহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এক উদ্ধারকারী জানিয়েছেন, প্রথমে অনুমান করা হয়েছিল, সে মৃত। পরে দেখা যায়, চোখের পাতা নড়ছে। আলেনার কাকা উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়েছেন।

Previous articleআজ সোনা রূপার বাজার দর
Next article৩২ হাজার ৭১৬টি জবকার্ড যাচাইয়ের টার্গেট এক মাসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here