কলকাতা: পাহাড়ের উন্নয়নই হোক মূল লক্ষ্য। বুধবার বিধানসভায় জিটিএ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) প্রধান অনীত থাপার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এই বার্তাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি পৃথক গোর্খাল্যান্ড ইস্যুতে পাহাড়ে নতুন এক রাজনৈতিক সমীকরণ মাথাচাড়া দিয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, হামরো পার্টির অজয় এডওয়ার্ড এবং আরেক নেতা বিনয় তামাং পৃথক রাজ্যের দাবিতে ফের সরব হয়েছেন। বৈঠকের পর এ বিষয়ে অনীতকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে স্রেফ রাজনীতি করতেই এসব কথা বলা হচ্ছে। আসলে ওঁরা কেউ পাহাড়ের উন্নতি চান না। জিটিএ এলাকার উন্নয়ন নিয়ে এদিনের বৈঠক ‘ভীষণভাবে ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন তিনি।