ওয়াশিংটন: আজ ৫ই ফেব্রুয়ারী আমেরিকার আকাশে চীনা বেলুনের হানা দেওয়ায় মার্কিন প্রশাসন প্রচন্ড ক্রোধান্বিত। পেণ্টাগনের দাবি অনুযায়ী, গুপ্তচর বৃত্তির জন্য এই বেলুনটি আমেরিকার আকাশে হানা দিয়েছিল। জো বাইডেন বেলুনটিকে নিকেশ করার নির্দেশ দেওয়ায় মার্কিন প্রশাসনের তরফ থেকে বেলুনটিকে মিসাইল না নিক্ষেপ করে নামানো হয়েছে। বৃহস্পতিবার মন্টানার উপর বেলুনটিকে উড়তে দেখা গিয়েছিল। তাতে ক্ষুব্ধ হয়ে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। বেলুনটির ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরে পড়েছে। সেই ধ্বংসাবশেষ উদ্ধার করার পর খতিয়ে দেখবে মার্কিন বিশেষজ্ঞরা। এমনিতেই তাইওয়ান সহ নানা ইস্যুতে আমেরিকা ও চীনের মধ্যে রয়েছে একটা দ্বিপাক্ষিক টানাপোড়েন। তার মধ্যে আবার এই প্রকান্ড বেলুন বেজিং সফরের আগে বিরূপ প্রভাব ফেলবে, তা বলার অপেক্ষা থাকে না। উল্লেখ্য দেশের উত্তরাঞ্চলে রয়েছে আমেরিকার বিমান ঘাটি, সেনা ও পারমানবিক অস্ত্রের কারখানা। আর কয়েক দিন আগেই এই বেলুনটির গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকার উপর দিয়ে বেলুনটির গতিবিধি লক্ষ্য করা গেছে।







