নয়াদিল্লি: জামিয়া নগর হিংসার ঘটনায় কয়েকজনকে ‘বলির পাঁঠা’ করেছে দিল্লি পুলিস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুলিসকেই কাঠগড়ায় তুলল আদালত। মূল ষড়যন্ত্রকারীদের ধরতে পারেনি । শনিবার এই মামলার শুনানিতে ছাত্রনেতা শারজিল ইমাম সহ ১১ জনকে মুক্তি দিয়েছে আদালত। তবে এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না শারজিল। তাঁর বিরুদ্ধে অন্য একটি মামলা রয়েছে। এদিকে মহম্মদ ইলিয়াস নামে আর এক অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক। শনিবার অতিরিক্ত দায়রা বিচারক অরুল ভার্মার এজলাসে শুনানি ছিল।





