বিশাখাপত্তনম: অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে তিন রাজধানী তত্ত্বে জোর দিয়েছিলেন তিনি। কিন্তু, তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। সেই অবস্থান থেকে কিছুটা সরে এদিন ওয়াইএসআর কংগ্রেসের প্রধান বলেন, ‘আগামী ৩ ও ৪ মার্চ আন্তর্জাতিক সম্মেলনের আসর বসছে বিশাখাপত্তনমে। সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিছুদিনের মধ্যেই বিশাখাপত্তনম আমাদের রাজধানী হতে চলেছে। কয়েক মাসের মধ্যে আমিও সেখানে চলে যাচ্ছি।’ তথ্যভিজ্ঞ মহলের মতে, অমরবতীকে প্রধান রাজধানী ঘোষণা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই সময় জগন্মোহনের এই ঘোষণা অত্যন্ত তাত্পর্যপূর্ণ।