মেদিনীপুর: সরস্বতীপুজো উপলক্ষে ব্যঙ্গচিত্রে মজল মেদিনীপুর শহর। ঠাকুর দেখার পাশাপাশি মেদিনীপুর কলেজ স্কোয়ারে ব্যঙ্গচিত্র দেখতেও ভিড় জমাল উত্সবমুখী জনতা। ব্যঙ্গচিত্রকে ঘিরে তৃণমূল-বিজেপি তরজা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে।
মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে সরস্বতী পুজোর মূল আকর্ষণই হল রাজনৈতিক ব্যঙ্গচিত্র। বাগদেবীর আরাধনার পাশাপাশি রাজনৈতিক ব্যঙ্গচিত্রে মজে থাকে গোটা শহরবাসী। প্রতিটা ব্যঙ্গচিত্রই কোনও না কোনও রাজনৈতিক দলকে খোঁচা দিয়ে তৈরি। শহরের শিক্ষিত যুব সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র ও যুব সংগঠনই এসবের মূল কারিগর। তৃণমূল পরিচালিত পুজোগুলির মধ্যে অন্যতম অগ্নিকন্যা, এরিয়ান্স, অবসর প্রভৃতি। অন্যদিকে বিজেপি পরিচালিত পুজোগুলির অন্যতম গরিমা, জাগরণ। এরই পাশাপাশি বাম ও কংগ্রেস প্রভাবিত বেশ কিছু মণ্ডপ যেমন রয়েছে, তেমনই অরাজনৈতিক সংগঠনের পুজোও রয়েছে। আর এইসব দেখতে দূরদূরান্তের মানুষ প্রতিবছর এসে ভিড় জমান মেদিনীপুর শহরে।





