জো বাইডেন বা জুকেরবার্গ, দ্বিতীয় এলিজাবেথ বা এলন মাস্ক এঁরা সকলে ভিন গ্রহের সরীসৃপ

    143
    0

    নিউ ইয়র্ক: বিশ্বের ক্ষমতাশালী ব্যক্তিরা আসলে মানুষ নন, জিনগতভাবে তাঁরা ভিন গ্রহের প্রাণীদের উত্তরসূরী। এমনটাই মনে করেন আমেরিকার ৪ শতাংশ মানুষ। তাঁদের ধারণা, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, মেটার কর্নধার মার্ক জুকেরবার্গ, টুইটারের মালিক এলন মাস্ক, ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ– এঁরা সবাই ভিন গ্রহের এক সরীসৃপ জাতীয় প্রাণীর বংশধর। প্রাচীনকালে তাঁদের কোনও পূর্ব পুরুষেরা কোনও এক প্রাচীনকালে পৃথিবীতে আসেন। তাঁরা মানুষের বেশ ধারণ করে পৃথিবীর মানব সমাজের সঙ্গে মিশে যান এবং বংশ বিস্তার ঘটান। তাঁদের সেই বংশধররা বর্তমান বিশ্বে আধিপত্য বিস্তার করেছে। তাঁরা অসীম ক্ষমতার বলে বিভিন্ন রাষ্ট্রে প্রতিনিধিত্ব করে চলেছেন। তাঁদের আসল উদ্দেশ্য এইসব ভিন গ্রহের প্রাণীদের আধিপত্য বা সাম্রাজ্য বিস্তার করা। যাকে বলা হয় সর্পিল ষড়যন্ত্র তত্ত্ব বা রেপ্টিলিয়ান কন্সপিরেসি থিওরি।

    Previous articleভূমিকম্প ক্ষতিগ্রস্ত কাছাড়ের লক্ষ্মীপুরের বহু ঘর বাড়ি, আহত একজন মহিলা
    Next articleবিশ্ব ইতিহাসে ২৬ জানুয়ারি

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here