কলকাতা: ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষ। যার জেরে উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর। জানা গিয়েছে, শনিবার সকালে ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হয়। দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। দিনভর ভাঙচুর ও অবরোধে গোটা এলাকা উত্তপ্ত থাকে। যার রেশ এসে পড়ে বিকেলের ব্যস্ত কলকাতায়। কয়েক হাজার আইএসএফ কর্মী-সমর্থক চৌরঙ্গীতে রাস্তায় বসে পড়েন। অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ। লাঠি ও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ দলের ১৯জন নেতাকে গ্রেপ্তার করা হয় ।