নিজস্ব সংবাদদাতা, হায়দরাবাদ, ৪ জুলাই: বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন অন্ধ্রপ্রদেশ সফরে। সোমবার (৪ জুলাই) তিনি অন্ধ্রপ্রদেশের গান্নাভরম বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে বিজয়ওয়াড়া যাওয়ার পথে একঝাঁক কালো গ্যাস বেলুন চলে আসে তাঁর হেলিকপ্টারের খুব কাছে। উল্লেখ্য, এই সময় কংগ্রেস কর্মীরা অন্ধ্রপ্রদেশে মোদী বিরোধী বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তাদের হাতে ছিল কালো পতাকা, কালো বেলুন ইত্যাদি। এই ঘটনায় চারজন কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।